সোনালি প্রজন্মের হাত ধরে মেয়েদের ফুটবলে ইতিহাস
৩-১! বাংলাদেশ এর পর অনেকবারই হয়তো এমন স্কোরলাইনে জিতবে, এর চেয়েও বড় ব্যবধানে হারাবে প্রতিপক্ষকে, কিন্তু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ নেপালের বিপক্ষে জয়ের এই স্কোরলাইনের মতো সোনায় বাঁধিয়ে রাখার মতো স্কোরলাইন হয়তো কদাচিৎই দেখা যাবে। এ যে ইতিহাস গড়া স্কোরলাইন! বাংলাদেশের মেয়েদের ফুটবলে…